ছাত্রলীগ কর্মী রাজু হত্যায় ৬ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম মহানগরীর হামাজারবাগ এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে নুরুল আলম রাজু নামে ছাত্রলীগের এক কর্মীকে কে কুপিয়ে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এই মামলায় অপর ১৬ জনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক একে এম মোজাম্মেল হকের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পর দন্ডপ্রাপ্ত ও তাদের স্বজনরা আদালত এলাকায় কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যাবসায় বিরোধের জেরে ২০১৪ সালের ২৩ নভেম্বর রাত ১টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে নুরুল আলম রাজুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। নিহতের পরিবারের অভিযোগ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা জহরুল ও খোরশেদের নেতৃত্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের বড় ভাই কুতুবুল আলম বাদি হয়ে ৬ জনকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোপত্র দেয় পুলিশ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় জন হচ্ছেন, জহির, খোরশেদ, রকি, আইয়ুব, ইমন ও দিপু। রায় ঘোষণার সময় ইমন ও দিপু আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজন পলাতক রয়েছেন।

Comments (১০)
Add Comment