‘প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদেরকে অনেক ভালোবাসেন। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় মুখ্য সচিব আরো বলেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী বছরের ২৫ মার্চ চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিতির জন্য অনুরোধ করেছেন। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে প্রধানমন্ত্রীকে জানানো হবে।’

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

Comments (১)
Add Comment