মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় এপর্যন্ত ১৯জন নিহত, আহত শতাধিক, নেগেটিভ রক্ত বেশি প্রয়োজন: প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শোক : কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এপর্যন্ত ১৯জন নিহত হয়েছেন বলে বার্ণ হাসপাতালে এক ব্রিফিং জানানো হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনায় দগ্ধসহ আহত হয়েছেন শতাধিক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। নিহত এবং আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এখন হাসপাতাল সমূহে নেগেটিভ রক্তের বেশি প্রয়োজন বলে চিকিৎসক এবং সেনা হাহিনীর পক্ষে জানানো হয়েছে।
সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ফায়ার সার্ভিস সূত্র জানান। সাথে সাথে ৮টি ইউনিট দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।


রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামী কাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এতে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সে সাথে আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনারক্ষণ।
তিনি আরও বলেন, আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছি।
আপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ধূর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে দলীয় নেতা কর্মীদেরকে উদ্ধার, চিকিৎসা এবং রক্ত দানে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়েছেন।