চট্টগ্রামে প্রথমবারের মত দুইজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় এ ভাইরাস শনাক্ত করা হয়। এর মধ্যে একজন পুরুষ একজন মহিলা। দুই জনেরই বয়স ৪২।
জানাজায়, আক্রান্ত পুরুষের উপসর্গ আছে- জর, শরীর ব্যাথা ও শরীর লালচে হওয়া এবং আক্রান্ত মহিলার উপসর্গের মধ্যে আছে, জর, হাত-পা ব্যাথা ও ফুলে যাওয়া।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা, জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এটি এডিস মশাবাহিত রোগ। দেশে প্রথমবারের মত জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। এর আগে গত ২০২৪ সালের ২৭ নভেম্বর ঢাকায় জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। বর্তমানে চট্টগ্রামে করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছে বেশি।
বিষয়টি আইইডিসিআরকে অবহিত করা হয়েছে । রোগীর অধিকতর নিশ্চয়তার জন্য হয়তো আইইডিসিআরের ল্যাবেও আবার পরীক্ষা করা হবে।
সিভিল সার্জন আরো জানান, জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, এর চিকিৎসা উপসর্গভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে, জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মত ওষুধ খেতে হবে। তবে রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালে রোগীকে ভর্তি করতে হবে।