শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং র্যাগীংয়ের অপরাধে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৯ জন শিক্ষার্থীকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে হল থেকে বহিষ্কার এবং ২ জনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ১৩তম সভায় শৃঙ্খলা ভঙ্গের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে ঘটনাটি শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিডিয়ায় প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের ফুড সাইন্স ও টেকনোলজি অনুষদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় একই অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী মির্জা মাহফুজ হাসান আকাশ-কে বিশ্ববিদ্যালয়ের হল থেকে স্থায়ী বহিষ্কার ও দশ হাজার টাকা আর্থিক জরিমানা, মো: জাবের-কে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ১ বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং মো: রশিদ শাবাব শুভ, তানজিম মো: সিয়াম ইকবাল ও মো: মেহেদী হাসান-কে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ৬ মাসের জন্য বহিষ্কার ও জনপ্রতি তিন হাজার টাকা হারে আর্থিক জরিমানা করা হয়েছে।
সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত আট জন শিক্ষার্থীর সাথে শৃঙ্খলাবিরোধী র্যাগীং এবং তাদেরকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ফিশারিজ অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী মো: তৌহিদুল ইসলাম শিহাব-কে বিশ্ববিদ্যালয়ের হল থেকে স্থায়ী বহিষ্কার ও দশ হাজার টাকা আর্থিক জরিমানা, মো: সাজেদ-উল-ইসলাম সিফাত-কে হল থেকে ৬ মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং মো: শাহেদুল ইসলাম-কে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
একই ঘটনায় ফিশারিজ অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী সিফাত উল্ল্যাহ জিলান, মো: মোস্তাকিম হোসেন রিয়াদ, আসিফ আল হাসান, মো: ইলিয়াস আল জাবের, তাইদুল ইসলাম তপু, মো: আব্দুল্লাহ আবু সাঈদ, নাজমুস সাদাত তৌহিদ, আবুল হাসান ফাহাত, মো: শাহরুখ খান ও মো: বেলাল হোসেন-কে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ৬ মাসের জন্য বহিষ্কার ও সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয়। এ ছাড়া ফিশারিজ অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী মো: রিয়াজুল জান্নাহ ওয়াসী-কে বিশ্ববিদ্যালয়ের হলে আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের ৪১৮ নং কক্ষে গত ১ আগস্ট ২০২৩ তারিখ রাতে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এবং গত ১৯ নভেম্বর ২০২৩ তারিখ রাতে টিভি রুমে আরেক শিক্ষার্থীকে আক্রমণ ও আহত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হওয়ায় এবং কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান না করায় গত ১৮ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ১১তম সভায় অসদাচরণের দায়ে অভিযুক্তে এমএস শিক্ষার্থী অভিষেক নন্দী (এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগ) ও মো: আশিকুল ইসলাম রানার (এনিম্যাল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ) ছাত্রত্ব বাতিল করা হয় এবং তারা ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় হতে আর কোনো উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।