যশোরে গরু কিনতে গিয়ে সড়ক চট্টগ্রামের চার যুবকের মৃত্যু

চট্টগ্রাম থেকে যশোরে গরু কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রবিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বেনাপোল সড়কের মালঞ্চী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাছাম চৌধুরী সাদমান, জনি, নয়ন ও নাঈম। নিহত সবার বয়স ৩০-৪০ বছরের মধ্যে।

এর মধ্যে রাছাম চৌধুরী সাদমান চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরীর বড় ছেলে এবং মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

শনিবার রাতে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারযোগে এই পাঁচজন যশোরের উদ্দেশে রওনা দেন। মূলতঃ কোরবানির ঈদকে সামনে রেখে গরু আনার জন্যই তারা যশোর গিয়েছিল। সেখানে রবিবার দুপুর ১২টার দিকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই মারা যান।

যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ​তিনি জানান, প্রাইভেটকারে পাঁচজন চট্টগ্রাম থেকে বেনাপোলে গরু কিনতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মালঞ্চী গ্রামে ওই প্রাইভেটকারে একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

 

Road Accident