কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারী ও দুই শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে টেকনাফের মৌলভীবাজার নাফ নদীর তীর থেকে লাশ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। সে হিসেবে তাদের রোহিঙ্গা শরণার্থী বলা হচ্ছে।
টেকনাফ থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান বলেন, টেকনাফের নাফ নদীর তীরে মৃতদেহ ভেসে রয়েছে, স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল যায়। এরপর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেখানে অজ্ঞাত এক নারী ও দুই মেয়ে শিশু রয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রাথমিকভাবে মৃতদেহগুলোতে কোনো ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা বাস্তুহারা রোহিঙ্গা। মিয়ানমার থেকে পালিয়ে আসার পথে নদীতে ডুবে তাদের মৃত্যু হতে পারে বলে জানান তিনি।