চট্টগ্রামে শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু

দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র জনতার স্মরণে চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । সোমবার সকালে চট্টগ্রামের পাচঁলাইশস্থ জাতিসংঘ পার্কে এ স্মৃতি স্তম্ভ নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী,  চট্টগ্রাম জেলা  প্রশাসক ফরিদা খানম, জেলা  প্রশাসন কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ প্রমুখ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের পরিকল্পনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভের নকশা পরকিল্পনা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়। সে লক্ষে গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয় সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে শহীদ ও ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মান কাজ শুরু করেন চট্টগ্রামের পাচঁলাইশস্থ জাতিসংঘ পার্কে  ।