নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব : ধর্ম উপদেষ্টা

সংস্কারকাজ শেষ হলে নির্বাচন দেওয়া হবে এবং সেই নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার ৪৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ তাহের আজিজির সভাপতিত্বে এবং উপপরিচালক মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজিব হোসেন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা।

এছাড়া সভায় বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সাঈদুল হক, মাওলানা ক্বারী ইসহাক, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা হাফেজ আবদুল হক, মাওলানা শামশুদিন জিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা ক্বারী নুরুল্লাহ, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ ইকরামুল হক প্রমুখ।