বাঁশখালীর লিয়াকত চেয়ারম্যান গ্রেফতার

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামস্থ সুগন্ধা আবাসিক এলাকা থেকে ২৪ মামলার আসামী লিয়াকতকে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এর আগে চেয়ারম্যান লিয়াকত তার দলবল নিয়ে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বালির ঠিকাদারি বিরোধকে কেন্দ্র করে গন্ডামারায় ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সাথে দফায় দফায় বন্দুক যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয় ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ওইসময় বাঁশখালী থানার ওসি তদন্তসহ ৬ পুলিশ, ঠিকাদার এবং শ্রমিকসহ অন্ততঃ ১৩জন আহত হয়। হামলাকারীরা ঠিকাদারের মালামালবাহী ৩টি ট্রাকও ভাংচুর করে।

তাকে গ্রেফতারের আগে বাঁশখালী থানায় ঠিকাদার, থানা পুলিশ এবং ডিবি পুলিশ বাদী হয়ে ৩টি নতুন মামলা দায়ের করে। হামলাকারীদের ইটপাটকেল ও লাঠির আঘাতে বাঁশখালী থানার ওসি তদন্ত সুমন চন্দ্র বনিক(৩৯), এস আই মো. মাসুদ(২৮), এস আই লিটন চাকমা(৩৯), এএসআই নজরুল ইসলাম (৩৫), এএসআই আব্দুল খালেক(৩০) ও পুলিশ সদস্য মফিজুল আলম(২৮), ঠিকাদার মো. সায়মন, শ্রমিকসহ ১৩ জন আহত হয়েছে। ৬ পুলিশকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম বলেন, ঘটনার পর পর গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দেড় শতাধিক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। আমি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সন্ত্রাসীদের হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এর বিরুদ্ধে আগেও ২৪টি মামলা ছিল। চেয়ারম্যান লিয়াকতকে ডিবি পুলিশ চট্টগ্রামস্থ বসুন্ধারা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। তাকে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মাইনুল ইসলামের আদালতে সোর্পদ করবে।

দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী পর পর দু’দফা ২০১৭ সালের ২৫ মে ও ২০২২ সালের ৪ আগষ্ট গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নেন।

জানা গেছে, গন্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত চেয়ারম্যান লিয়াকত আলী ও তার বাহিনীর নেতৃত্বে ১৮বার হামলা হয়েছে। এ পর্যন্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় মোট ১৩ জন নিহত ও আহত হয়েছে অন্ততঃ ৩ শতাধিক।

লিয়াকত আলী