কিডনি রোগী নূরের ছাপার পাশে সীতাকুণ্ড সমিতি

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের মোঃ নুরের ছাপা (৪০)। তার দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। মহানগর গ্রামের মুহুরী বাড়ির চোকধন মিয়ার পুত্র নুরের ছাপা পূবালী ব্যাংক লি.এর স্বল্প আয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ জীবন-যাপনের জন্য শিঘ্রই তার কিডনী প্রতিস্থাপন করা প্রয়োজন। এজন্য দরকার প্রায় ২২ লক্ষ টাকা। ইতিমধ্যে প্রায় ১৭ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। প্রয়োজন আরো ৫লক্ষ টাকা।
এমন অবস্থায় নুরের ছাপার পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম। চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে ৭০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ মে) নুরের ছাপার হাতে এই টাকা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মীর্জা মো.আকবর আলী চৌধুরী খোকন, উপদেষ্টা নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি ইনামুল আজিজ চৌধুরী লিটন, সাবেক সভাপতি লায়ন মো.গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলীম উল্যাহ, আজীবন সদস্য ডা. মানিক লাল দাশ ও মো.শাহজাহান।

নুরের ছাপাকে বাঁচাতে বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তা কামনা করেন নুরের ছাপার পরিবার। তাঁর সঞ্চয়ী হিসাব নংঃ ৪১৯৭১০১০২২১০৮ পূবালী ব্যাংক লি. সীতাকুণ্ড শাখা, চট্টগ্রাম। বিকাশ- 01815-810015 (পারসোনাল)।