সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন শনিবার (১১ ডিসেম্বর) ৩১টি পদের বিপরীতে বিভিন্ন পদে সমিতির ৩৫জন সদস্য মনোনয়নপত্র দাখিল করেন।
শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সমিতির চট্টগ্রাম শহরের ধনিয়ালা পাড়ার পোস্তারপাড়স্থ কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা- প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আবুল হাসান (শাহাবউদ্দিন), দিদারুল ইসলাম মাহমুদ ও এডভোকেট ভবতোষ নাথ প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। তাদেরকে সহযোগিতা করেন আরাফাত ইলাহি।
এ সময় অনেক প্রার্থী স্ব-শরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। অনেকে আবার প্রতিনিধির মাধ্যমে তাদের মনোনয়নপত্র জমা দেন। এতে সভাপতি-মীর্জা মো. আকবর আলী চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক-লায়ন মোহাম্মদ নাছির উদ্দিন মানিক, সিনিয়র সহ-সভাপতি-আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দীন, সহ-সভাপতি (৫টি পদে) -হাজী মোহাম্মদ ইউছুফ শাহ, লায়ন হাসান আকবর, লায়ন কাজী আলী আকবর জাসেদ, এসএম তোফায়েল উদ্দিন, মো. মনোয়ারুল হক এফসিএমএ ও মাজহারুল হক চৌধুরী মীরু, যুগ্ম সাধারণ সম্পাদক (২টি পদে)-মোহাম্মদ আবেদীন আল মামুন ও মোহাম্মদ আলীম উল্ল্যাহ মুরাদ, সাংগঠনিক সম্পাদক-মুহাম্মদ আবুল হাসনাত, অর্থ সম্পাদক-মফিজুর রহমান সাজ্জাদ।
দপ্তর ও মিলনায়তন সম্পাদক-সৌমেন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক-কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক-আকলিমা আক্তার মুক্তা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক-ড. মো. শাহীদুল আলম মিন্টু, আইন ও মানবাধিকার সম্পাদক-এড. মো. সরোয়ার হোসাইন লাভলু, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক-অধ্যা: মো. তাওয়ারিক আলম সুমন ও জিয়াউল ইসলাম শিবলু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-ইঞ্জিনিয়ার লায়ন মো. কামরুদ্দোজা, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক (১টি পদে) -মোহাম্মদ মাহবুবুল আলম ও খোরশেদ আলম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক-লায়ন মো. কামাল উদ্দিন ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক-এসএম তবরেজ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক-মো. মনজুর মোর্শেদ চৌধুরী, শিশু ও মহিলা সম্পাদক-কাজী মাসুদা খানম, সহ-শিশু ও মহিলা সম্পাদক-দিলরুবা আকতার, কৃষি, বন ও পরিবেশ সম্পাদক-ড. মো. ওমর ফারুক রাসেল, শিল্প ও বাণিজ্য সম্পাদক-মো. ইকবাল করিম তুষাণ।
নির্বাহী সদস্য (৪টি) পদে আলহাজ্ব শফ্কত্ পাশা চৌধুরী, লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, লায়ন এসএম আশরাফুল আলম আরজু, স্থপতি শহিদুল ইসলাম ও জামশেদুর রহমান মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এডভোকেট মো. আবুল হাসান (শাহাবউদ্দিন) জানান, আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩১টি পদের কোন পদে একাধিক প্রার্থী থাকলে শুধুমাত্র সেই পদে নির্বাচন হবে। প্রাথমিকভাবে ৩১টি পদের বিপরীতে শুধুমাত্র ৪টি পদ ছাড়া সভাপতি-সম্পাদকসহ ২৭টি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্ধী নেই।
বর্তমানে দাখিলকৃত ৩৫ জনের মনোনয়নপত্রের মধ্যে একাধিক প্রার্থী রয়েছে শুধুমাত্র সহ-সভাপতি (পদ ৫টি) ৬জন- হাজী মোহাম্মদ ইউছুফ শাহ, লায়ন হাসান আকবর, লায়ন কাজী আলী আকবর জাসেদ, এসএম তোফায়েল উদ্দিন, মো. মনোয়ারুল হক এফসিএমএ ও মাজহারুল হক চৌধুরী মীরু, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক- (পদ ১টি) অধ্যা: মো. তাওয়ারিক আলম সুমন ও জিয়াউল ইসলাম শিবলু, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক (১টি পদে) -মোহাম্মদ মাহবুবুল আলম ও খোরশেদ আলম এবং নির্বাহী সদস্য (৪টি) পদে আলহাজ্ব শফ্কত্ পাশা চৌধুরী, লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, লায়ন এসএম আশরাফুল আলম আরজু, স্থপতি শহিদুল ইসলাম ও জামশেদুর রহমান।
তফশিল অনুযায়ী আগামী ৮জানুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগহ্রাম প্রেস ক্লাবে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ (মেয়াদ ২০২২-২০২৩) অনুষ্ঠিত হবার কথা রয়েছে।