৯ ঘন্টা পর সন্দ্বীপ চ্যানেল থেকে উদ্ধার নূর করিমের লাশ

সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘরে বড়শি দিয়ে মাছ ধরার সময় সন্দ্বীপ চ্যানেলে ডুবে যাওয়া নুর করিম (৩৭) এর লাশ ৯ ঘন্টা পর উদ্ধার হয়েছে। রোববার রাত ৮ টার সময় লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

এর আগে রোববার সকাল ১১টার দিকে ফেরীঘাট এলাকায় বড়শি ফেলে মাছ ধরছিলেন নুর করিম। এক পর্যায়ে তার বড়শি পানিতে আটকে যায়। তখন বড়শি খুঁজতে সন্দ্বীপ চ্যানেলে নামেন নুর করিম। এরপর পানিতে ডুব দিয়ে তলিয়ে যান তিনি।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে যোগ দেয় ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল। তারা ৭ ঘন্টা অভিযান চালিয়ে সন্ধান না পেয়ে ফিরে যায সন্ধ্যা ৬ টার দিকে।

এরপর থেকে নূর করিমের পরিবারের সদস্যরা লাশ খুঁজতে থাকে। রাত ৮টার দিকে ভেড়িবাঁধ থেকে প্রায় এক কিলোমিটার দূরে নুর করিমের মৃতদেহ পাওয়া যায়।

নুর করিম উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের হিঙ্গুরীপাড়া গ্রামের ইসলাম মিস্ত্রি বাড়ির মোঃ ইসমাইল হোসেনের পুত্র। এর আগে তার সন্ধানে দিনভর অভিযান চালায় কোষ্টগার্ড, নৌ পুলিশও।

Chattogram24কুমিরা ঘাটঘরচট্টগ্রাম টুয়েন্টিফোরসন্দ্বীপ চ্যানেলসীতাকুণ্ড