ফটিকছড়িতে নাজিম, হাটহাজারীতে ইউনুস গণি জয়ী

উপজেলা নির্বাচন-২০২৪

উপজেলা নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়িতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন মুহুরী মোহাম্মদ নাজিম উদ্দিন। একমাত্র প্রতিদ্বন্দ্বি আনারস মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরানকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। প্রাপ্ত ফলাফলে মোটরসাইকেল মার্কার নাজিম উদ্দিন পেয়েছেন ৬৬ হাজার ১৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি, আনারস মার্কার প্রার্থী  ইরান পেয়েছেন ৫১ হাজার ৩৭১ ভোট।

অন্যদিকে হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী ইউনুস গণি চৌধুরী। প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এসএম রাশেদুল আলম এবং ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন চৌধুরী নোমানকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। নির্বাচনে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণী চৌধুরী (আনারস) প্রতীকে ৩৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোঁড়া) পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট।

মঙ্গলবার (২১ মে) ভোট গণনা শেষে রাত সাড়ে দশটায় উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চট্টগ্রামের তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে।

মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা চলে বিকেল ৪টা পর্যন্ত। তিন উপজেলায় ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিন উপজেলায় মোট ভোটার ১১ লাখ ২০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে হাটহাজারীতে রয়েছেন তিন লাখ ৫৭ হাজার ৪৪৮ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ও নারী এক লাখ ৭০ হাজার ৮০৫ জন। ফটিকছড়িতে ভোটার সংখ্যা চার লাখ ৬৪ হাজার ৬০৭ জন। যার মধ্যে পুরুষ দুই লাখ ৪৫ হাজার ৯৩৮ জন ও নারী দুই লাখ ১৮ হাজার ৬৬৭ জন। রাঙ্গুনিয়ায় মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৬৭৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৮ হাজার ১২২ জন ও নারী এক লাখ ৪০ হাজার ৫৫৭ জন।

তিন উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি। এর মধ্যে হাটহাজারীতে ১০৬টি, ফটিছড়িতে ১৪২টি ও রাঙ্গুনিয়ায় ৯৫টি। ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন নয় হাজার ৬৭৪ জন কর্মকর্তা। তিন উপজেলায় র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

এ ধাপে চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাউজানে সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় বাকি তিনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাউজানে উপজেলা চেয়ারম্যান পদে একেএম এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা ইয়াছমিন রুজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।