সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে টেন মিনিটের স্পোকেন ইংলিশ কোর্স চালু

সীতাকুন্ড উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম চালু করেছে উপজেলা প্রশাসন। এতে আর্থিক সহায়তা দিচ্ছে এমএফজেএফ ফাউন্ডেশন।

শনিবার (১৮ মে) টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার এবং এ আয়োজনের মূল পরিকল্পনাকারী কে. এম. রফিকুল ইসলাম।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমএফজেএফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা, উপজেলা আইসিটি প্রোগ্রামার আব্দুর রহিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সীতাকুণ্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক, প্রায় ৫০০ শিক্ষার্থী, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা।

অনলাইনে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের স্বনামধন্য শিক্ষক মুনজেরিন শহীদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশে উপজেলা পর্যায়ে এ ধরনের প্রোগ্রাম এটিই প্রথম। প্রতিটি স্কুলে প্রধানমন্ত্রীর আইসিটি ক্লাসের জন্য দেওয়া প্রজেক্টরের মাধ্যমে এ ক্লাস পরিচালিত হবে। ফলে এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না। কোর্সটির মাধ্যমে উপজেলার ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ইংরেজিতে কথা বলা শিখতে পারবে।

 

 

সীতাকুণ্ড উপজেলাস্পোকেন ইংলিশ কোর্স