সীতাকুণ্ডে ফ্রি খতনা ক্যাম্প

সরদার মুমিনুল হক ফাউন্ডেশনের উদ্যোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্পন্ন হলো ফ্রি খতনা ক্যাম্প। স্থানীয় বায়তুননূর দাখিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে ২৯ জন শিশুর খতনা কার্যক্রমে অংশ নেয়। শনিবার (১ জানুয়ারী) উপজেলার মুরাদপুর ইউনিয়নস্থ সরদার মুমিনুল হক ফাউন্ডেশন আয়োজিত এই ক্যাম্প প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার। এতে বিশেষ অতিথি ছিলেন মুরাদপুর ফাউন্ডেশনের সভাপতি জাফর আহম্মদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এই আয়োজনের উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে এলাকার সব ধরণের মানবিক কাজে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল খতনা কার্যক্রমে অংশ নেয়া ২৯ জন শিশুর জন্য মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস এর পাঞ্জাবি, লুঙ্গী ও টুপি উপহার। খতনা পরবর্তী ২৯ জন শিশুর চিকিৎসা সেবার দায়িত্ব নেয়ার কথাও জানায় সরদার মুমিনুল হক ফাউন্ডেশন।

মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউসের পিএমসি কমিটির সদস্য মুহাম্মদ আবু জাফর এবং আক্তারুন্নবী শাহীনের কো-অর্ডিনেশনে এই মানবিক কার্যক্রমে সরদার মুমিনুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সরদার রেজাউল করিম খোকন, নিজামুল করিম সেলিম, আইনুল করিম মিন্টু, ডা. নূরুল করিম রাশেদ। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সভাপতি মো: ফারুক, মউস এর ভলেন্টিয়ার আশেক এলাহীসহ অনেকে।

ক্যাম্প ব্যবস্থাপনায় ছিল মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ, শেকড়ের টানে ও তারুণ্যের আলো ফাউন্ডেশন।