মদুনাঘাটে বিএনপি নেতা ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম (৫৫) নামে ব্যবসায়ী ও বিএনপি নেতা কে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাকিমকে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেসময় আরো ২জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তিনি কেন্দ্রীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানাগেছে। আব্দুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। এলাকায় তার হামিম এগ্রো নামে একটি গরুর খামার রয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছেন বলে জানিয়েছেন।