চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম ছাড়া অন্য জেলাগুলো হলো টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর। এর মধ্যে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে মো. সাইফুল ইসলাম সানতুকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি টাঙ্গাইলের পুলিশ সুপার ছিলেন।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
তারা হলেন— নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে, পুলিশ সদর দফতরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরে, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিজানুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক ছাড়াও আট পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
এছাড়া দিনাজপুরের এসপি হিসেবে পদায়নকৃত জাকির হোসেনের বদলি আদেশ বাতিল, চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে আবু সায়েম প্রধানের আদেশ বাতিল এবং ডিএমপির ডিসি মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।