চট্টগ্রামের লোহাগাড়া সদরের স্থানীয় যুবদল নেতা সালাউদ্দিন ও তার সহযোগিদের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী রফিক আহমদ।
সংবাদ সম্মেলন রফিক আহমদ জানান, লোহাগাড়া সদর এলাকায় নির্মিত নতুন সাউন্ড হাসপাতালের বিপরীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে লাগানো ১৮ গন্ডা সম্পত্তি আমাদের পিতা মরহুম সুলতান আহম্মদ কাছ থেকে ওয়ারিশসূত্রে আমরা পাই। পারিবারিক ভাবে ধারাবাকিতায় ১০০ বছরের বেশি সময় ধরে উক্ত সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি।
কিন্তু গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে স্থানীয় যুবদল নেতা এবং লোহাগাড়া থানার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম আবদুল গণির ছেলে সালাউদ্দিন, মোহাম্মদ হাসানের ছেলে মো. হেলাল, ২নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম জাকির হোসেনের ছেলে মোরশেদুল আলম এবং ২নং ওয়ার্ডের ইসলাম ড্রাইভারের বাড়ীর ভাড়াটিয়া বদিউর রহমানের ছেলে জহির উদ্দিন মিস্ত্রীসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জন গত ২১ ডিসেম্বর রাত অনুমানিক ১০ টার দিকে টিনের বেড়া দিয়ে জোরপূর্বক আমাদের জায়গা দখলের চেষ্টা চালায়। স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সালাউদ্দিন গং-দের বাঁধা দিলে বাঁধার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। এরপর থেকেই স্থানীয় যুবদল নেতা সালাউদ্দিন গং আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকিসহ আমার বাড়ীঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও আমাদের এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছে।
রাজনৈতিকভাবে ক্ষমতাধর হওয়ায় আমরা স্থানীয় প্রশাসন থেকে আশানুরূপ সহায়তা পাচ্ছি না জানিয়ে ভূক্তভোগি রফিক বলেন, নিজেদের প্রানের ভয়ে উক্ত সালাউদ্দিন গং এর বিরুদ্ধে মাননীয় আদালতে মামলা করারও সাহস পাচ্ছি না। তাই বর্তমান অর্ন্তবতী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসন এবং পুলিশের প্রশাসনের নিকট আমাদের এই আর্তনাদটুকু পৌঁছে দেওয়ার জন্য আপনাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিক আহামদের ভাই , আলি আহমদ, নজির আহমদ, বদর উদ্দিন ও মো. সাজ্জাদ।