আনোয়ারায় ঋণগ্রস্থ হয়ে পড়া এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম মো. রফিক (২৬) । তিনি স্থানীয় খায়ের আহমদের ছেলে। তার স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। সে পেশায় একজন চায়ের দোকানে কর্মচারী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় নিজ বাড়িতে রফিক আত্মহত্যা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পরিবারের সাথে কথা বলে জানা গেছে অর্থ সংকটের কারনে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।