আনোয়ারায় আগুনে পুড়ে ৬ পরিবার নিঃস্ব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে আগুনে পুড়ে গেছে ৬ বসতঘর। আজ সোমবার (১৮ নভেম্বর) ভোরে কৈখাইন উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে মোহাম্মদ মিয়া, সাহেব মিয়া, দিদার মিয়া, মহিউদ্দিন, মো. দেলোয়ার, মরিয়ম বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা যায়, একই বাড়ির ফাতেমার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সময় ফাতেমার পরিবারের কোনো সদস্যই বসতঘরে ছিলেন না।

খবর সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা।

কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা অভি বড়ুয়া বলেন, ‘আমরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে কৈখাইন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত প্রবাসী মোহাম্মদ জসীম জানান, আমার প্রায় ৬ ভরি স্বর্ণ, নগদ অর্থ প্রায় ১,৪০,০০০ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পুড়েছে পাসপোর্টসহ প্রবাসে যাওয়ার নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র।