চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিয়ের আসর থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণের নেকলেস উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই নারীদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার ছেনোয়ারা বেগম (৩৫), রামুর খুনিয়াপালং এলাকার জাহানু বেগম (৩৫) ও কালা বানু (২৬)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিনের বেলায় উপজেলার মৌলভির দোকান এলাকায় ইকবাল কনভেনশন হলে এক তরুণীর বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই দিন বিকেল চারটার দিকে কনভেনশন হলের গেটের সামনে কনের এক স্বজনের ব্যাগ থেকে এক ভরির বেশির ওজনের একটি নেকলেস খোয়া যায়। তবে অনেক খোঁজাখুঁজির পরও সেটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাগরিয়ার মৈশামুড়া এলাকায় তিন নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে তাঁরা ওই নারীদের আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা ওই খোয়া যাওয়া নেকলেসসহ বিভিন্ন সময়ে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল হাসান জানান, সেখান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় গতকাল রাতে ওই তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নেকলেসটি তাঁদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।