৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক কর্ণফুলী পত্রিকার মফস্বল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) নগরীর চকবাজার কলেজ রোড এলাকার একটি রেস্টুরেন্টে সকালে এই সম্মেলন শুরু হয়। এতে পুরো চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা প্রতিনিধি ছাড়াও পত্রিকাটির বিজ্ঞাপন প্রতিনিধি ও পাঠকরা অংশ নেন।
দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফসার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি ও পত্রিকাটির প্রধান উপদেষ্টা শাহজাহান চৌধুরী।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সহ-সম্পাদক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দৈনিক কর্ণফুলী পত্রিকার উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক মাহফুজুল আলম প্রমুখ।
সম্মেলনে পত্রিকা কর্তৃপক্ষ মান ধরে রাখার পাশাপাশি জন সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও প্রকাশে ভবিষ্যতে ভূমিকা রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, পত্রিকা পাঠকদের ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতে পরিবর্তন এনেছিল দৈনিক কর্ণফুলী। দৈনিক কর্ণফুলী চট্টগ্রামে চিন্তার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল। ফ্যাসিবাদের কবলে পড়ে পত্রিকাটি এতদিন পাঠক শুভানুধ্যায়ীদের কাছ থেকে দূরে ছিল। তিনি বলেন, প্রত্যেক প্রতিনিধিকে সততা অর্জন এবং নির্লোভ নিরহংকারী হতে হবে। এই দুটি থাকলে কর্ণফুলী পত্রিকা আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবে। আগামী ১৭ নভেম্বর (রবিবার) পত্রিকার ৩০তম বছর পূর্তি উপলক্ষ্যে নতুন করে যাত্রা শুরু হবে, ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী বলেন, এই পত্রিকার সব কিছু নির্ভর করবে প্রতিনিধিদের ওপর। এই পত্রিকাকে আপনারা যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের লেখালেখির ওপর নির্ভর করবে এই পত্রিকার ভবিষ্যৎ। আপনারা পত্রিকার মান ধরে রাখতে পারলে এবং সঠিক খবর দ্রুততার সাথে পাঠকের কাছে পৌঁছাতে পারলে দৈনিক কর্ণফুলী নতুন পদযাত্রায় আবারো জনপ্রিয় হয়ে উঠবে।