লগি-বৈঠার তান্ডবে জড়িতদের বিচারের আওতায় আনার আহবান শাহজাহান চৌধুরীর

২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে দেশবাসি হতভম্ব হয়েছিলো। সেদিন ইসলামী ছাত্রশিবিরের অনেক নিরপরাধ ও মেধাবী নেতৃবৃন্দকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংস হত্যা করেছিলো। সেদিনের ঘটনাবলি নিয়ে ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে  আজ মঙ্গলবার ( ২৯ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তানজীর হোসেন জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ‘লগি-বৈঠার তান্ডবে জড়িতদের বিচারের আওতায় আনার আহবান’ জানিয়ে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর ছিলো আওয়ামী নৃশংসতার এক ভয়ানক ইতিহাস।  ইতিহাসের ঐ কালো দিনটিতে শেখ হাসিনার হুকুমে আওয়ামিলীগের সন্ত্রাসীদের লগি-বইঠার তান্ডব দেখে বিশ্ববাসী হতভম্ব হয়েছিলো। সেদিন ইসলামী ছাত্রশিবিরের নিরপরাধ ও মেধাবী নেতৃবৃন্দকে আওয়ামী সন্ত্রাসীরা নৃশংস হত্যা করেছিলো।

তিনি আরো বলেন, ব্যাংক লুট, গুম খুনের দায়ে আওয়ামী লীগের কি করা হবে এটি আদালত ও সরকারের বিষয়। ২৮ অক্টোবরসহ গত ১৮ বছরের প্রতিটি দিনই শুধু ছাত্রশিবির নয়, আওয়ামীলীগ আপামর জনতার উপর অত্যাচার  করেছে। এখন থেকে দেশের যেকোন প্রান্তে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইসলামী ছাত্রশিবির। অবিলম্বে ঐ ঘটনার সুষ্ঠু তদন্ত করে  জড়িতদেরকে সঠিক বিচারের আওতায় আনার জন্য আহবান জানান তিনি।