নুরুল ইসলাম বিএসসি ও তাঁর স্ত্রীর সম্পদ হস্তান্তরে নিষেধাজ্ঞা

৩০ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় চট্টগ্রামে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তাঁর স্ত্রীর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

গতকাল সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

নুরুল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। একবার দলটির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রীও হন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, উত্তরা ব্যাংক নগরীর আগ্রাবাদ শাখা থেকে ব্যবসা করার জন্য ৩০ কোটি ৫৩ লাখ টাকা ঋণ নেয় সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড। কিন্তু ঋণের অর্থ পরিশোধ না করায় ২০২৩ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠানটির মালিক নুরুল ইসলাম বিএসসি, সানোয়ারা বেগমসহ ৯ জনের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা করে ব্যাংক।

সেই মামলায় একই আদালত এর আগে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে তারা হাইকোর্টের অনুমতি নিয়ে দেশত্যাগ করেন। খেলাপি ঋণ আদায় করতে না পেরে ব্যাংক মর্টগেজ দেওয়া ঋণখেলাপিদের সম্পত্তি বিক্রয় কিংবা হস্তান্তর যেন করতে না পারেন, সে জন্য আদালতে আবেদন করে।