চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন।
শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নাজিরহাট বাজারের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। নিহত জামাল হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামের মোহাম্মদ ছালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মোহাম্মদ কাশেমের নির্মানাধীন ৬ তলা ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন জামাল। আজও কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভবনের মালিক মো. কাশেম বলেন, তিনি দীর্ঘদিন ধরে এখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। আমার নিজস্ব একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম বলেন, ‘সকাল ১০টা ৩০ মিনিটে তাকে এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু ঘটে। পরে নিহতের পরিবার এসে মরদেহ নিয়ে যান।’