চট্টগ্রামের ফটিকছড়ি ও বাঁশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ওমর আব্দুল্লাহ আদিব নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু আদিব বাহারছড়া ইউনিয়নের উত্তর বাহারছড়া ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকীম বাড়ির সাবেক ইউপি সদস্য ওসমান গণির ছেলে।

অন্যদিকে শনিবার দুপুর ১২ টার দিকে  ফটিকছড়িতে পানিতে ডুবে মাশফিক নামে দেড় বছর বয়সী এক শিশু’র মর্মান্তিক মৃত্যু হয়। সে ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের ধুরুং গ্রামের শেখ নিয়াজ চৌধুরী বাড়ির ওমান প্রবাসী কাইছার হামিদের ছেলে।

নিহতের চাচা তাহাসিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাশফিক বাড়িতে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে মৃত শিশু আদিব’র নিকটআত্মীয় ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, পরিবারের সদস্যরা দুপুরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সময়ে শিশু আদিব বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুর পিতা পুকুরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা শিশুটিকে মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহারছড়া ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপুরের বাড়ির উঠানে খেলার করছিল। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর শিশুর পিতা পুকুরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা শিশুটিকে মা-শিশু ও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।