নগরীর চান্দগাঁওয়ে টার্ফ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবদলকর্মী নিহতের ঘটনায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নাজিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজিম চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার শফি ভান্ডারীর ছেলে ।
এর আগে নিহত যুবদল কর্মী জুবাইয়েরের দুলাভাই নাজিম উদ্দিন শুক্রবার রাতে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন—নুরুল আমিন, জাশেদুর রহমান নওশাদ, মো. আলফাজ, আবির রহমান রুবেল, ফয়সাল মোরশেদ, মো. ফাহিম, মো. জাহেদ, মো. নয়ন, মো. হাছান ওরফে ঢাকাইয়া হাছান, মো. পারভেজ, জয়নাল আবেদিন সাকিব, মো. নাজিম, মো. হাকিম, মো. আমজাদ, মো. সালাউদ্দিন, মুনতাছির মাহিন, কুতুব উদ্দিন জাহেদ, আরিফ মঈনুদ্দিন, মো. সোহান, মো. ফাহিম, মো. খোকন।
এছাড়াও রয়েছেন—মো. সাকিব, রনি, সাইমন, আবছার, রিয়াদ, খলিল, জুয়েল, সোহেল, রিয়াদ, খোকন, আবছার, আলী খাঁন লিটন, নেজাম উদ্দিন, মহিউদ্দিন বাবু, ইরফান, মিরাজ, তারেক, মুরসালিন এবং ফারুক। তারা সকলেই চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, গতকাল শুক্রবার বিকেলে টার্ফ ( কৃত্রিম খেরার মাঠ) নিয়ে দ্বন্দ্বের জেরে জুবায়ের উদ্দিন বাবু নামে এক যুবক ছুরিকাঘাতে খুনের ঘটনায় একটি মামলা হয়। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতেই এলাকায় অভিযান চালিয়ে নাজিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ (শনিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, বাদীর শ্যালক জুবায়ের উদ্দিন বাবু ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশেই চান্দগাঁও স্পোর্টস জোন নামে একটি টার্ফ উদ্বোধনে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলার আগমুহুর্তে আসামিরা পুর্বশত্রুতার জের ধরে দেশী অস্ত্রশস্ত্রসহ টার্ফের মালিকপক্ষ, আয়োজক কমিটি ও দর্শকদের ওপর হামলা করে। এসময় টার্ফের ভেতরে থাকা বাদীর শ্যালক জুবায়ের উদ্দিন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, শুক্রবার ( ২০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকায় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে একটি টার্ফের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘাত হয়। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়।