নতুন বাংলাদেশে সাহিত্য সংস্কৃতিতে পরিবর্তন আনার তাগিদ জামায়াতের

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাহিত্য সংস্কৃতিতে পরিবর্তন আনার গুরুত্বরোপ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

বৃহস্পতিবার ( ১৯ সেপ্টম্বর ) সকালে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মুহাম্মদ মাহফুজুল হকের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালকের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, জামায়াতের নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা আমীর আব্দুল গফুর, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার নুরুল আমিন মিন্টু প্রমুখ।

এসময় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন, উপ-আঞ্চলিক পরিচালক ড. মো: সাঈদুর রহমান, মোহাম্মদ আমানুর রহমান খান,শাহীন আকতার ও তাবাসসুম হক প্রমুখ।

নগর জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশে এক পরিবর্তন সাধিত হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাহিত্য সংস্কৃতি, তাহজিব তমুদ্দুনেও পরিবর্তন আনতে হবে। তিনি বেতার কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ আশ্বাস প্রদান করেন।