চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মেরিনা আক্তার মুক্তা (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত মেরিনা নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসের ১৪ দিনে মোট ছয় জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত মেরিনা শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর কারণ হিসেবে মেরিনা আক্তার মুক্তার ‘অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম (এআরডিএস) এবং হাইপোভোলেমিক শক এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের ও হাইপারটেনশনের তথ্য উল্লেখ করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদের মধ্যে ১১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ১ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে এবং ৮ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চলতি বছরে চট্টগ্রামে মোট ৮২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।