চট্টগ্রামে ১৪০০ কোটি টাকার ঋণখেলাপি ব্যবসায়ী আনছারুল আলম চৌধুরীকে (৫৯) নামে এক ব্যবসায়ীকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।
সোমবার ( ২ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আনছারুল আলম চট্টগ্রামের খাতুনগঞ্জের আনসার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। তিনি রাউজান উপজেলার কোয়েপাড়ায় গ্রামের মফিজুল আলম চৌধুরীর ছেলে।
নগর পুলিশের বন্দর জোনের উপ কমিশনার শাকিলা সোলতানা জানান, ইউএস বাংলার একটি ফ্লাইটে আনছারুল আলমের দুবাই যাওয়ার কথা ছিল। তাকে আটকের পর পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, আনছারুল আলম ইসলামী ব্যাংক চাক্তাই শাখার একজন ঋণগ্রহিতা। এই ব্যাংকে তার ঋণের পরিমাণ প্রায় ১৪০০ কোটি টাকা। তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন।