চট্টগ্রামের ১৫ পৌর মেয়র অপসারিত

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা দেশের ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে। এ আদেশের মাধ্যমে চট্টগ্রামের ১৫ পৌর মেয়র অপসারিত হয়েছেন।

তারা হলেন, চন্দনাইশের পৌর মেয়র মাহবুবুর রহমান খোকা, দোহাজারীর মোহাম্মদ লোকমান হাকিম, নাজিরহাটের একে জাহেদ চৌধুরী, পটিয়ার আইয়ুব বাবুল, ফটিকছড়ির মোহাম্মদ ইসমাঈল হোসেন, বাঁশখালীর এস, এম, তোফাইল বিন হোসাইন, রারৈয়ারহাটের মো. রেজাউল করিম, বোয়ালখালীর মো. জহুরুল ইসলাম, মিরসরাইয়ের গিয়াস উদ্দীন, রাউজানের জমির উদ্দিন পারভেজ, রাঙ্গুনিয়ার শাহজাহান সিকদার, সন্দ্বীপের মোক্তাদের মাওলা সেলিম, সাতকানিয়ার মোহাম্মদ জোবায়ের, সীতাকুণ্ডের বদিউল আলম, হাটহাজারীর (প্রশাসক) মঞ্জুরুল আলম চৌধুরী।

গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রদের তাদের পদ থেকে অপসারণ করা হলো।