বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল ধর্মীয় সংখ্যালঘুদের মাথা বিক্রি করে রাজনীতিতে ফিরে আসতে চাইছে। তাদের আর এন্ট্রি দেয়া হবে না।
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশী, আমরা একে অপরের ভাই-বোন। কোনো অপশক্তিকে পরিস্থিতি ঘোলাটে করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে মোকাবিলা করবে।
রোববার ( ১৮ আগস্ট ) দুপুরে নগরীর পাঁচলাইশে প্রবর্তক ইসকন মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ, মহানগর, উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার সব কিছু তছনছ করে দিয়ে গেছে, দেশকে এগিয়ে নিতে সবাইকে হাতে হাত মিলিয়ে চলতে হবে। যারা একটি ধর্মীয় গোষ্ঠিকে ব্যবহার করে রাজনীতিতে ফিরে আসতে চায় তাদের আর এন্ট্রি দেয়া হবে না ।
এসময় মন্দির কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ধর্মীয় স্থাপনাসহ সংখ্যালঘুদের নিরাপত্তায় ভূমিকা রেখেছেন। আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের ভূমিকা রাখার অনুরোধ জানান।