বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসায় হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে একটি মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নগরীর বাদশা মিয়া রোডস্থ বাসভবনে হামলা চালায় এবং নিচে পার্কিংয়ে থাকা অন্তত ৭/৮টি গাড়িতে আগুন দেয়। চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশস্থ মেডিকেলের পূর্বগেটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে ও পৌনে নয়টায় মেহেদীবাগস্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে হামলা হয়।
এ ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) তারেক আজিজ। এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর চট্টগ্রাম২৪ নিউজকে বলেন, আমরা তো শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছি। তাই আমার বাড়িতে সরকারদলীয় লোকজন হামলা চারিয়েছে। এটা কি গণতন্ত্রের রাজনীতি!