টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় প্রাণহানি এড়াতে নগরীর পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া পাহাড় ধসের এড়াতে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কয়েকদিন ধরে চট্টগ্রামে আবহাওয়া খারাপ। ভারী বৃষ্টিপাত হচ্ছে। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যেতে আমরা মাইকিং করছি। বিশেষ করে নগরীর আকবরশাহ’র ঝিল–১, ঝিল–২, ঝিল–৩, লালখান বাজারের মতিঝর্ণা, বাটালি হিলসহ মহানগরের সকল গুরুত্বপূর্ণ এলাকায় বুধবার দুপুরের পর থেকে জনগণকে সচেতন করে মাইকিং করা হচ্ছে এলাকায় মাইকিং করা হচ্ছে। নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।
তিনি আরো বলেন, ভারী বৃষ্টিপাত মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখন যেটি করা প্রয়োজন আমরা সেটি করব।