সর্বোচ্চ যাকাত সংগ্রহকারীর সম্মাননা পেলেন চট্টগ্রামের ডিসি

গেল অর্থ বছরে (২০২৩-২৪) সারাদেশে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারীর সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ অর্থ বছরে চট্টগ্রাম জেলায় যাকাত আদায় হয় ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা। যা অন্যান্য জেলায় আদায়কৃত যাকাতের পরিমাণের চেয়ে সর্বোচ্চ।

গতকাল রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ধর্ম মন্ত্রণালয়ের যাকাত বোর্ডের পক্ষে ডিসি’র হাতে এ ‘সম্মাননা স্মারক’ তুলে দেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মুহাম্মদ আবু আহসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিএমপি’র নবাগত উপ-পুলিশ কমিশনার ও অ্যাডিশনাল ডিআইজি ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাফফর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল প্রমুখ।

এ সময় ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মুহাম্মদ আবু আহসান জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত বোর্ডের হিসেবে অনুযায়ী জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে বিগত ২০২৩-২৪ অর্থ বছরে সারাদেশে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হয় চট্টগ্রাম জেলা।

তিনি বলেন, আদায়কৃত যাকাতের মধ্যে ৭০ শতাংশ টাকা জেলার ১৫ উপজেলা ও মহানগরে দুঃস্থ, অনাথ ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে বিতরণ করা হবে, বাকী ৩০ শতাংশ টাকা যাকাত বোর্ডের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ব্যয় হবে।