চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি অফিস ভাংচুর করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের পটিয়া সরকারি কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। কোটাবিরোধী শতাধিক ছাত্র কলেজ থেকে মিছিল সহকারে স্লোগান দিয়ে বের হয়। এ সময় তারা শান্তিপূর্ণ মিছিল শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে মিছিলটি শেষ করে। এর আধঘন্টা পর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে বিএনপি অফিস ভাংচুর করে। এসময় হামলাকারীরা বিএনপি অফিসের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করে বাইরে ফেলে দেয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, পটিয়া সরকারি কলেজের কিছু ছাত্র কোটাবিরোধী স্লোগান দিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ গেলেও কাউকে পাওয়া যায়নি। এরপর বিএনপি অফিসে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে বিএনপি অফিসে কারা হামলা করেছে তা জানেন না বলে জানান ওসি জসিম।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. খোরশেদ আলম জানান, যুবলীগ নেতা জমির উদ্দিনের নেতৃত্বে বিএনপি অফিসে অতর্কিত হামলা ও ভাংচুর চালানো হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।