চট্টগ্রামের ফৌজদারহাটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তির বয়স আনুমানিক বাষট্টি বছর। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- আরিফ (৩০), আব্দুল মোতালেব (৫২) এবং স্বপ্না রাণী নাথ (৪৯)। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (২৯ জুন) সকালে সিটি গেইট সংলগ্ন ফকির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক চট্টগ্রাম২৪ নিউজকে বলেন, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করছে। এ ঘটনায় আনুমানিক বাষট্টি বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত তিনজনকে উদ্ধার করা চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, উল্টে যাওয়া বাসটি স্টার লাইন কোম্পানির। চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ফেনী উদ্দেশ্যে রওণা দিয়েছিল। ফকিরহাট এলাকায় একটি ট্রাককে ওভার টেক করতে গিয়ে দ্রুত গতিতে থাকা বাসটি উল্টে যায়।