চট্টগ্রামের হাটহাজারীতে নির্বাচন চলাকালীন সময়ে এক কেন্দ্রে চেয়ারম্যান পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী গেলে পরিস্থিতি শান্ত হয়।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ ধাওয়া-পালটা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে এক পক্ষের কর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন।
কেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানও হাটহাজারীর একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা স্বীকার করে বলেন, জোবরায় দুইপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এই একটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হাটহাজারী থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অঅইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেলে পরিস্থিতি শান্ত হয়। ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক এল জানান তিনি।