শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর উদ্যোগ সীতাকুণ্ডে

শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য সীতাকুণ্ড উপজেলাব্যাপী সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে স্পোকেন ইংলিশ কোর্স এর সেবা দিলো মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন।

শনিবার (১৮ মে) ইউএনও অফিস এবং মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে এগিয়ে যেতে চাইলে অন্যান্য ভাষার পাশাপাশি ইংরেজি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীতাকুণ্ড উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ইংরেজি চর্চা বৃদ্ধির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনজারিন শহীদ ও আয়মান সাদিক, সীতাকুণ্ড উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার অন্যান্য কর্মকর্তা, সীতাকুণ্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক, প্রায় ৩০০জন শিক্ষার্থী এবং সংগঠনের উপদেষ্টা ও কমিটি সদস্যগণ।

Sitakunda