কাশ্মীরে আগুনে নিহত তিন জনই চট্টগ্রামের

কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহত তিন বাংলাদেশি সাফিনা নামে একটি হাউসবোটে ছিলেন।

জানা গেছে, তিনজনই চট্টগ্রামের বাসিন্দা। তারা হলেন, রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল (৪৮), গণপূর্ত চট্টগ্রাম-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্ত (৩৮) ও ঠিকাদার মইনুদ্দিন চৌধুরী (৪৭)।

শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে মইনুদ্দিন চৌধুরীর চাচা শ্বশুর রাউজানের কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ চৌধুরী জানান, তার ভাতিজি-জামাই মইনুদ্দিন গণপূর্তের ঠিকাদার। গত ৩ নভেম্বর রাঙামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন ও মইনুদ্দিন কাশ্মীর বেড়াতে যান। এদের মধ্যে মইনের বাড়ি কদলপুরের মধ্যম কদলপুরে গ্রামে। অনিন্দ্যের বাড়ি মিরসরাই ও ইমনের বাড়ি রাউজানের বিনাজুরিতে। নগরীর আসকার দীঘির পাড়ে সপরিবারে থাকেন ইমন।

ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় আমরা তাদের মৃত্যুর সংবাদ পাই। এদিকে, বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্টগ্রাম জোনের সভাপতি রাশেদুল আলম নিহতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউসবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন। আগুন আরও ছড়ালে বড়সড় বিপত্তি হতে পারত।

গত বছর শ্রীনগরের নিগিন হ্রদে মাঝরাতে হাউসবোটে আগুন লেগে সাতটি হাউসবোট পুড়ে গিয়েছিল। সেবার পর্যটকদের নিরাপদে বোট থেকে উদ্ধার করা গিয়েছিল।