পদুয়ায় চিরনিদ্রায় শায়িত আজাদ তালুকদার

নিজ জন্মস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাংবাদিক আজাদ তালুকদার।

বুধবার (২ আগস্ট) বাদ আসর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে তৃতীয় নামাজে জানাযা শেষে বিকেলে পদুয়ার জল্যার বাপের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় পদুয়াবাসী সাংবাদিক আজাদ তালুকদারকে চিরকালের মতো বিদায় জানান।

আজাদ তালুকদার এর নামাজে জানাযায় অংশ নিতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের দূরদূরান্ত থেকে শতশত মানুষ পদুয়ায় জড়ো হন। শেষ বিদায়ের মধ্য দিয়ে আজাদ তালুকদার যে গ্রামে বেড়ে ওঠেছেন, শৈশব কাটিয়েছেন, পড়শোনা করেছেন সেই গ্রামের মাটিতেই মিশে গেলেন।

এর আগে বিকাল সাড়ে পাঁচটায় তাঁর নামাজে জানাযায় সংক্ষিপ্ত বক্তব্যে আজাদ তালুকদারের স্মৃতি চারণ করে পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ,
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার বলেন, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার একজন ক্ষনজন্মা পুরুষ। তিনি একজন নির্ভিক, সাহসী ও আদর্শিক সাংবাদিক ছিলেন। আমরা যতটুকু জানি তার চেয়েও বেশি নির্ভিক সাংবাদিক ছিলেন তিনি। সাহসী, আদর্শিক এ পুরুষ জন্ম বাংলার ঘরে ঘরে আরও জন্ম নিক সেই প্রত্যাশাই করি আমরা।

এ সময় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানীসহ পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদ, বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।