চট্টগ্রামের বহুল আলোচিত কালুরঘাট সেতু সংস্কার কাজের জন্য আগামী তিন মাস সেতুর ওপর দিয়ে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে কতৃর্পক্ষ।
এদিকে ফেরি সার্ভিসের মাধ্যমে যানবাহন চলাচলের ব্যবস্থা করলেও আজ প্রথম দিন নদীতে প্রচন্ড জোয়ারে পল্টুন ডুবে যাওয়ায় যাত্রী সাধারণ পড়েছে চরম ভোগান্তিতে। আজ ১ আগস্ট সকাল থেকে এ সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন রেলওয়ে কর্তৃপক্ষ।
৫৫ কোটি টাকা ব্যয়ে আগামী সেপ্টেম্বরে কক্সবাজার রুটে ট্রেন চলাচলের জন্য জরুরি ভিত্তিতে উক্ত সেতু মেরামতের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এ সংস্কার কাজের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সেতু বন্ধ থাকবে বলে জানান রেলওয়ে কতৃর্পক্ষ।
মেরামত কালে সেতু দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়ক ও জনপথ বিভাগ আপাতত ২টি ফেরি সার্ভিস চালু করেছে। সে সাথে ভারী যানবাহন শাহ আমানত সেতু দিয়ে চলাচলের জন্য
পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে ফেরি সার্ভিস চালুর প্রথমদিন আজ অমবস্যার প্রচন্ড জোয়ারে ফেরির পল্টুন ডুবে গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।