প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের প্রচেষ্টায় বেসরকারী পর্যায়ে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে।
বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এসএমআবু তৈয়বের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বক্তব্য রাখেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আশরা ফউদ্দিন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার প্রমুখ।
সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামের মানুষ প্রচুর গরুর মাংস খায়, মেজবান খায়। এজন্য হার্টের অসুখও বেশি হয়। মন্ত্রী বলেন, হার্ট ফাউন্ডেশন যখন হাসপাতাল প্রতিষ্ঠা করবে সেটি যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। পরিকল্পনার অংশ হিসেবে এখন থেকেই সে পরিকল্পনা করতে হবে। আমি যখন হাসপাতাল চালাবো তখন ফি দেখে হাসপাতাল চালাবো নাকি যারা গরীব তাদের জন্য হাসপাতাল চালাবো। স্বাস্থ্যসেবার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে। এখানে আমাদের কাজ করার সুযোগ আছে। আমাদের স্বাস্থ্যসেবা সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
কাল শনিবার থেকে নগরের গোলপাহাড় মোড়ে একটি ভাড়া বাড়ীতে হাসপাতালটির আউটডোর কার্যক্রম শুরু করা হচ্ছে বলে সভায় জানানো হয়। এরপর সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে প্রাথমিকভাবে ৭একর জায়গায় আধুনিক এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানানো হয়।