দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই ২৩ বছর পেরিয়ে ১ অক্টোবর ২৪ বছরে পদার্পণ করেছে। দুই যুগে পদার্পন উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম এবং চট্টগ্রাম অফিসের উদ্যোগে আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী, রীমা কনভেনশন হলে বিশাল সুধি সমাবেশ, মিলনমেলা, কেক কাটা ও বর্ণাঢ্য সংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
নগরীর জামালখান মোড়ে আয়োজিত আনন্দ সমাবেশ ও র্যালীর উদ্বোধন করেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ ।
বর্ণাঢ্য র্যালীটি শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পলিথিন ব্যবহার নিষিদ্ধ, পাহাড় কাটা বন্ধ, কর্ণফুলী ও হালদা নদীর দখল দূষণ রোধ, হাইড্রোলিক হর্ণ নিষিদ্ধসহ বিভিন্ন জনসচেতনতা মূলক ব্যানার ফেস্টুন নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ১১টায় রিমা কনভেনশন হলে চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জাহেদুর রহমান সোহেলের সঞ্চালনায় আয়োজিত আনন্দ সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আশরাফ উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন চ্যানেল আইএর বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। শুভেচ্ছা বক্তৃতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ভারপ্রাপ্ত প্যানেল মেয়র আফরোজা কালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাবেক সভাপতি আবু সুফিয়ান, মাহনগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহাম্মদ, জেলার ভারপ্রাপ্ত কমান্ডার সারওয়ার কামাল দুলু, মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাসেম, বিভাগীয় উপজেলা পরিষদের সভাপতি এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম এ হাসেম , সাধারণ সম্পাদক এইচ এম জিয়া উদ্দিন , চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. সামশুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বিজিএম এর সাবেক প্রথম সহ সভাপতি মঈনুদ্দিন আহম্মদ মিন্টু, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, ছাত্র লীগের সাবেক সভাপতি এম আর আজিম, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মো: দেলোয়ার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো: মুরাদ আহাম্মদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, দোকান মালিক সমিতি ফেডারেশনের সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন, চেয়ারম্যান শেখ মো: ফরিদ, সাইফ পাওয়ার টেক লি.এর জেনারেল ম্যানেজার (এডমিন) মো: রেজাউল করিম, এডভোকেট চন্দন তালুকদার, নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যাক্তিগত সচিব এমরুল করিম রাশেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাংবাদিক আলিউর রহমান, পরিবেশ সংগঠক অধ্যাপক প্রদীপ দাস, জাতীয় পার্টির নগর নেতা নাসির উদ্দিন সিদ্দিকী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জায়িদ বিন কাসেম, রোভার স্কাউটের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন খান, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা শেখ মহিউদ্দিন বাবু, সাম্পান মাঝি সমিতি ফেড়ারেশনের সভাতি পেয়ার আলী, সংগঠক নেছার আহাম্মদ খান, তারুণ্যের প্রতীকের সভাপতি জিএম তাউসিফ, সামাজিক সংগঠন হাসির প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন মুন্না, নোমান উল্লাহ বাহার সহ অন্যরা।
মাসব্যাপী কর্মসূচীতে থাকছে দেশের অর্থনীতির হার্ট কর্ণফুলীর দখল ও দুষণ প্রতিরোধে সমাবেশ, পাহাড়কাটা ও পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতন কর্মসূচী পালন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচী, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ সহ ব্যাপক অনুষ্ঠানের আয়োজন ।