মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে হাইওয়ে পুলিশের একজন এএসআইসহ আহত হয়েছে ৪জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, জোনাকি পরিবহনের একটি বাসের পেছনে একটি লং ভ্যাহিকেল ধাক্কা দেয়। এর পেছনে এসে ধাক্কা দেয় একটি কার্ভাড ভ্যান। এতে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চারজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহতরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের শেখ ফরিদ (৩০), সুমন (২৮), দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মেহেদী হাসান (২২) ও পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম। আহতরা হলেন, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৪৫), আব্দুল আউয়াল (৫০) রফিক (২৫), আব্দুল আউয়াল (৫০), শেখ আহম্মদ (৪৫)।

নিহত সবাই স্থানীয় সিএনজি অটোরিকসার চালক এবং ওই সময় তারা সেখানে দাঁড়ানো ছিলেন বলে জানা গেছে।

Road Accident