এক মন গাঁজা আটক সীতাকুণ্ডে

এক মন গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

শুক্রবার (৩ ডিসেম্বর) ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিএম গেট এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। আটক দুইজন হলেন, বিল্লাল হোসেন (২৮) ও শহীদ আফ্রিদি (২১)।

নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিনি ট্রাকযোগে বিপুল পরিমাণ গাঁজা কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব-৭। এ সময় একটি মিনি ট্রাক থেকে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিনি ট্রাকের পেছনে থাকা ২টি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments (১)
Add Comment