সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লন্ডন প্রবাসী সীতাকুণ্ডের তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর প্রতিষ্ঠিত চ্যারিটি সংস্থা বিএন্ডএফ কেয়ার।
শনিবার (১৬ ই অক্টোবর) বিএন্ডএফ এর পক্ষ থেকে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিএন্ডএফ কেয়ারের নির্বাহী অফিসার ও বহদ্দা চৌধুরীর মুখপাত্র মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাহার। প্রধান বক্তা ছিলেন, সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক লায়ন নাসির উদ্দিন মানিক, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবুল হাসনাত, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা, মুরাদপুর ক্লাবের সাবেক সভাপতি কাজী আহমেদ আশরাফুজ্জামান খসরু ও মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন।
মুরাদপুর ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বিএন্ডএফ কেয়ারের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল করিম বাহার বিএন্ডএফ কেয়ারের এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তার ইউনিয়নের জনসাধারণের জন্য কাজ করার অনুরোধ জানান। লায়ন গিয়াস উদ্দিন বলেন, লন্ডনপ্রবাসী মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর মত দানের মানসিকতা যদি সমাজের সব বিত্তবানদের মধ্যে তৈরি হয় তবে সমাজে অভাবে কারো শিক্ষাজীবন নষ্ট হবেনা, কেউ না খেয়ে থাকবেনা, কেউ কর্মহীন থাকবেনা।
বিএন্ডএফ কেয়ারের পক্ষে বক্তব্যে চ্যারিটির সমন্বয়ক মোঃ নুরুল আকতার বাপ্পি বলেন, আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি কর্মসংস্থান এবং শিক্ষার উপর। আজকের এ খাদ্য সহায়তার পরেও বিএন্ডএফ কেয়ার তার মূল কার্যক্রমে সাধারণ মানুষের পাশে থাকবে।
উল্লেখ্য, বিএন্ডএফ কেয়ার বেশ কিছুদিন ধরে সীতাকুন্ড উপজেলার হত-দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দরিদ্র পরিবারের শিক্ষা, কর্মসংস্থান ও গৃহনির্মাণে সংস্থাটি কাজ করছে।
অনুষ্ঠানে বিএন্ডএফ কেয়ারের সমন্বয়ক মোঃ নুরুল আকতার বাপ্পি, মোঃ কাইয়ুম চৌধুরী কেয়ারের টিম মেম্বার রাফি, লিও নুরুল আমিন, এস এম হায়াত হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।