১০ মাসেই বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন শেষ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় সফলভাবে সমাপ্ত হয়েছে।

টার্গেটের প্রায় তিনমাস আগে ১০মাস সময়ে এই টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়। প্রথম টিউবের কাজ পতেঙ্গা থেকে শুরু করে আনোয়ারা প্রান্তে শেষ করতে সময় লেগেছিল ১৭মাস। অপরদিকে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা পর্যন্ত দ্বিতীয় টিউবের খনন কাজ বৃহস্পতিবার সমাপ্ত হলো মাত্র ১০মাসে।

টানেল নির্মাণে কর্ণফুলী নদীর তলদেশে ৩৫ফুট প্রস্ত এবং ১৬ফুট উচ্চতায় এই দুটি টিউব নির্মাণ করা হচ্ছে। আগামী বছর ডিসেম্বরের আগেই বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ শেষ করার আশা করছেন প্রকল্প পরিচালক হারুন অর রশীদ চৌধুরী।

তিনি বৃহস্পতিবার কর্ণফুলী টানেল এলাকায় সাংবাদিকদের বলেন, ২০১৯সালের ২৪শে ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টানেল নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রথমে ৮হাজার কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হলেও এখন নির্মাণ ব্যয় বেড়ে দাড়িয়েছে ১০হাজার ৩শ ৭৪কোটি টাকা। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২কিলোমিটার। সংযোগ সড়ক ৫ দশমিক ৩৫ কিলোমিটার। গাড়ি চলাচলের জন্য প্রথম টিউবে ২হাজার ৪শ ৫০মিটারের মধ্যে ১৬শ ৬০মিটারের লেইন স্ল্যাব নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। আগামী জানুয়ারীতে দ্বিতীয় টিউবে লেইন স্ল্যাব নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান প্রকল্প পরিচালক।

চীনের সাংহাই এর আদলে চট্টগ্রামের আনোয়ারাকে ওয়ান সিটি টু-টাউন প্রতিষ্ঠা করতে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল নির্মাণ করা হচ্ছে। টানেল নির্মাণ শেষ হলে চট্টগ্রামের যানজট নিরসন সহ আনোয়ারাকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিস্টরা।

Comments (১)
Add Comment