চট্টগ্রামে ১৫ মৃত্যুর সঙ্গে আক্রান্ত ৯৩৩

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৯৩৩ জন।

রবিবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫১৯ জন ও ৪১৪ জন বিভিন্ন উপজেলার।

এদিন উপজেলায় পর্যায়ে করোনা আক্রান্তের শীর্ষে রাঙ্গুনীয়া ৮০জন। এর পরে আছে, হাটহাজারী ৭১জন, রাউজান ৬৯ জন, বোয়ালখালী ৫৭ জন, সাতকানিয়া ৩৭ জন, সীতাকুণ্ড ১৮ জন, চন্দনাইশ ১৮ জন,ফটিকছড়ি ১৫ জন, আনোয়ারা ১৫ জন, লোহাগাড়া ১১ জন, বাঁশখালী ১০ জন, মিরসরাই ৭ জন, পটিয়া ৩ জন ও সন্দ্বীপ ৩ জন করে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ১৫ জনের মধ্যে ১০ জন নগরের ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২১ জন নগরের, আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৩৮ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৬ হাজার ৮৯৪ জন ও বিভিন্ন উপজেলার ২৩ হাজার ৬২৭ জন রয়েছেন।

আগের শনিবার (৭ আগস্ট) চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। আক্রান্ত হয়েছিলেন ৯২৮ জন।

Chattogram24Coronacoronavirusকরোনাকরোনাভাইরাসচট্টগ্রাম টুয়েন্টিফোরমৃত্যু
Comments (৬৭০)
Add Comment